হে কবিতা,
তোমাকে ভালোবেসে আপন করে নিতে চাই,
তোমাকে ধরতে চাই, ছুঁতে চাই,
যত্ন করে বুকে রাখতে চাই... কিন্তু না!

তুমি তোমার মতোন.
কখনো উত্তাপ তরঙ্গের মতো সাগরের ঢেউয়ের সাথে মিশে যাও, কখনো ফেনার মতো পানিতে ভেসে বেড়াও, কখনো ফুলের সুবাসের মতো আকাশে বাতাসে উড়ে বেড়াও বা কবির মুখে বিস্ফোরিত হও...

আফসোস!
তুমি আমার নও। তুমি হলে শুধু প্রবীণ
লেখকের বা সম্পাদকের বিক্রিত কেউ।

হে কবিতা,
হতে চেয়েছিলাম তোমার জন্মদাতা, তাও পারছিনা!
দিনের পর দিন, মাসের পর মাস, এমন কী যুগের পর যুগ ভুরি পরিমাণ বাক্যরচনা
করেও তিল পরিমাণ আত্নপ্রকাশ হচ্ছেনা।

হে কবিতা,
আমার নেই কোন গঠক, নেই টাকায় কিনা কোন সম্পাদক, নেই কোন প্রকাশক, তাই আমার লেখাার আমি-ই সেরা পাঠক....!!
----------------------
রচনাকাল : ০৪-০৩-২০২৪
স্হান : ময়মনসিংহ।