আমগাছে মুকুল আসছে
শোভা ফেলো গাছে
নিসা-নাসিফ খুশি হয়ে
কতো সুন্দর নাচে।
গুনগুন করে মাছি এসে
মুকুলের মধু খায়
খোকা-খুকি ঢিল মারে
মাছি উড়ে যায়।
চারাগাছে আসছে মুকুল
ফাগুনের-ই সাজে
বড় হইতে দেরি কেন?
মন বসেনা কাজে।
ছোট্ট ছোট্ট আমের চারা
লাগিয়ে ছিলাম আমি
মুকুল হাসছে গাছের ডালে
জমি হলো দামি।
নিজ গাছের আম কুড়িয়ে
খাইতে পারে যারা
মিষ্টি মধুর আম খেয়ে
তৃপ্তি পায় তারা।