আমরা এই ময়মনসিংহের
সেনানিবাসে থাকি
ছেলে মেয়ের লেখা-পড়ায়
ফ্যামিলিটাও রাখি।
এই শহরকে সবাই জানে
শিক্ষা নগর বলেন
অভিভাবকগণ সারা দিনই
সন্তান নিয়ে চলেন।
জিলা স্কুল,বিদ্যাময়ী,এমআইএস
আরও আছে গভ: ল্যাবরেটরি
ক্যান্টপাবলিক, সৈয়দ নজরুল ও
আনন্দ মোহনে ভর্তির হুড়াহুড়ি।
যানজটের এই শহরটাতে
জন-দুর্ভোগ বেশি
চুরি ছিনতাইয়ের কবলে পড়ে
ময়মনসিংহ বাসী।
ব্রহ্মপুত্র নদীর তীরে আছে
বিশাল বড় পার্ক
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
রঙ বেরঙের ঝাঁক।
বাকৃবিতে ছেলেমেয়েরা সব
পড়ার জন্য আসে
বোটানিক্যাল গার্ডেনে ঘুরে
আনন্দে মন ভাসে।
ময়মনসিংহে থাকি আমি
সানকি পাড়ায় আড্ডা
মাঝে মাঝে জমে উঠে
মুক্তাগাছার মণ্ডা।