আম
কাজী আলম ভূঞাঁ

কাঁচা আমের ভর্তা মজা
পাকা আমের জুস
দেশি আমের আটি মজা
পোকা আমের দোষ।

হরেক রকম গাছের আম
নামের নেই অভাব
ভিন্ন নামের ভিন্ন স্বাদ
এটাই তাদের স্বভাব।

ঝড় তুফানে বৃষ্টির মাঝে
আম কুড়াতে যাই
মাথার উপর আম পড়েছে
মজা করে খাই।

জৈষ্ঠ্য মাসে ঘরে ঘরে
আম সংরক্ষণ করে
দুধ চিড়াতে আম চিপিয়ে
খায় যে মজা করে।

আম প্রেমি বৃদ্ধা শিশু
নিসা নাসিফ ও তাই
আকিফ ভূঁঞার প্রিয় আম
আমরা সবাই খাই।