আকাশ তোমার রং নিয়ে
গবেষণায় বৈজ্ঞানিক
কেউবা বলে সাত রং
কেউবা বলে কাল্পনিক।
গভীর রাতের অন্ধকারে
পৃথিবী হয় কালো,
জোসনা রাতে চাঁদ উঠেছে
অন্ধকারেও আলো।
আকাশেতে মেঘ জমেছে
বৃষ্টি হবে তাই,
জমির মাঝে ফসল ফলে
আমরা সবাই খাই।
সূর্যমুখী ডুব দিয়েছে
আকাশ হল কালো
সাদা রঙের ফুল ফুটেছে
আকাশ জুড়ে আলো
----------------