আজ বহুদিন পর,
পুরুনো দিনগুলো বারবার
মনের আনাচে কাঁনাচে, উকি দিচ্ছে
হয়তো আমিই ভাবনাগুলোকে
নিয়ে এসেছি মনের উঠোনে
কিছু স্মৃতি হাতড়াবো প্রত্যয়ে
বারবার মনে করে চলেছি সেইসব দিনগুলো।
নলাদা'র মত একজন বিখ্যাত কচ্ছপ
আর প্রাণের বন্ধনে বন্ধুময় কিছু মুখ
অকপটেই স্বীকার করে নিলো
অন্যায়ের সেকড় খুব বেশী দীর্ঘ হয়না,
প্রিয় বনলতা সে কথা বুঝেনী
সখ্য গড়েছে প্রেম'কে নিষ্য করার ছলে
অযত্নে বিলায়ে চলেছে নিজেকে
শুনেছি আজকাল গাজাও নাকি সেবন করে।
রাতের অন্ধকারে বিড়ি ঠেকে আমার নখে
ধুঁয়ায় ধোঁয়াময় পুরু ঘর
দু-চোখের কোনে কয়েক ফোটা জল
ভালোবাসাগুলো বেয়ে পড়ছে গাল ভিজিয়ে,
বনলতা নাকি আজকাল রাত্রি যাপন করে
আগের চেয়ে অনেক দাপুটে পায়,
ইতিমধ্যে তার শরীর শ'খানেক শরীরে মিশে গেছে।
নলাদা অতির্কিত কলম চালায়, নিজেকে না জেনে
এমন'কি অন্যায়ের স্বপক্ষে,
নিন্দার নভেল জয় করতে করতে, হেরে গেলো
বনলতার বিক্রিত চোখে ক্রেতা নলাদা
বনলতার ঠোটের ফাঁকে নলাদার ঠোট,
দুজনেরই ঠোটে যূথবদ্ধ বিড়ির সুগন্ধি
শুনেছি ওরা একে অপরের যৌনাচার।
==========================
মিরপুর-১, ঢাকা।