গুটি গুটি পায় সেদিন প্রথমবার
এক রাজ্য জয়ের তৃপ্তি সমেত
এক বুক আশা জাগিয়ে প্রবল খুশিতে
জগতের মন হাসিয়ে সুখের মিছিল লয়ে
ভালোবাসা এসেছিলো আমার আঙ্গিনায়।
আর কোন প্রাপ্তির প্রত্যাশা ভুলে সেদিন
মন মঞ্জিলে ফুল বিছানা সাজিয়ে-
অনেক যতনে বরন করে নিয়েছিলাম
তারপর খুব খুশিতে নিজেকে গর্ব করার বদলে-
হঠাৎ থমকে গেলাম এবং দেখলাম,
ভালোবাসা এসেছিলো ভালো হতাশা নিয়ে।
ভালোবাসা এসেছিলো শুধু হতাশা লয়ে
ভালোবাসা দিতে নয় নিতে, কেবল নিতে-
সেদিন প্রথম প্রকৃতি ঠকালো আমাকে ঠুনকো নিয়মে
আর ব্যাকুল তীরে রটে গেলো হাহাকার,
তারপর থেকেই মরিচিকা লালনে ধশে যেতে থাকি,
ধীরে ধীরে অশ্রু সব জল থেকে পাথর বনে যায়!
কখনো বুকের গহীনে স্বস্তি আসেনি অস্বস্তি বিহনে।
ভালোবাসা ভালোবেসে হাতে ধরিয়ে দিলো অগ্নি
জ্যান্ত রাতের যন্ত্রনা আর অভিশপ্ত নিঃশ্বাসে ছড়িয়ে
ছুড়ে ফেলো দিলো অজানা অচেনা বিষাদের গর্ভে!
এরপর গভীর সমুদ্রে নিরিহ বিশ্বাসগুলো-
কেবলি পাড় খুঁজে একটু শান্তির আশায়!
অসহায় বিবেক তখন বেঁচে থাকলো যন্ত্রনা লয়ে
আগ্নেয়গিরি'র গর্ভে ভালোবাসার অট্টহাসি সয়ে।
ভালোবাসা এসেছিলো চলে যাবার মনন লয়ে
সাথে নিয়ে এসেছিলো ভালো হতাশা কিছু
যা ভালোবাসা নিয়ে যায়নি, রেখে গেলো কৌশলে
সু-কৌশলে আমাকে দিয়ে গেলো এইসব হতাশা!
যে হতাশায় ঢেকে গেছে আজ সুখের আকাশ-
আঁধারের চোখ ভেজানো ব্যর্থ কান্না হয়ে,
ঘুমের বদলে আসে আমার বালিশ ভেজাতে।
ভালোবাসার সেই আগমন আজ আতংক বাড়ায়
প্রতারিত মনের দুয়ারে প্রশ্ন'রা নিরাশ হয়ে আছে
স্বপনের অলি-গলি'র কোথাও জায়গা নেই-
বিষাক্ত ক্ষতের বিষে ক্ষয়ে গেছে হাড়-সব,
ভালোবাসার মিথ্যে আগমন তখন ও কিছু নিতে চায়!
আমার কাছে আজ ভালোবাসা নেই, আছে-
ভালো ভালো অজস্র হতাশার ঝুড়ি, যার ওজন
ভালোবাসারা হয়তো সামলাতে পারবে না।
হে ভালোবাসা আর আগমন করো না...