যেদিন সমস্ত স্বপ্নেরা পথ হারিয়েছিলো,
যেদিন সমস্ত ইচ্ছেরা ডুবে গিয়েছিলো,
তোমার সাথে সাথী হয়ে চির-বিদায়ের বেলায়।
চোখ বুঝে ছিলেনা জেনেছিলাম আর জাগবেনা,
সমস্ত বিলাপের মধ্যমনি তুমি এসময় নিথর নিরব,
তোমার নামে যোগ হলো 'লাশ' আমি তখন জীবিত।
একমিনিটে মনে পড়লো অনেকগুলো স্মৃতিগল্প,
সেদিনও আমি শিশু হয়েছিলাম তোমার কোলে,
সুখ-সমুদ্রের প্রাপ্তি ছিলো তোমার আদুরে হাত।
আমার নির্বাক দৃষ্টি তোমাকে দেখছে ঘুমন্তরূপে,
হঠাৎই চিৎকার করে উঠে ভেতরবাড়ীর মায়াগুলো,
চুর্ন-বিচুর্ন সমস্ত স্বপ্নেরা জ্বলে উঠে মস্তিস্কজুড়ে।
এলোমেলো হতাশায় ডুবে যায় আশা-ইচ্ছেগুলো,
আর কখনো এইসব আশা-ইচ্ছেরা ভেসে উঠেনি,
আর কখনো তুমি ছাড়া কারো হতেও পারিনি।
তোমার সাথেকার দিনগুলোর তুমি ঘীরে রোজ,
এখনকার দিনগুলোতেও তোমাকে পাই জীবন্ত,
তোমাকে পাই নির্মল ভালোবাসার নন্দিত ভাবনায়।
কল্পনার আয়নাতে আজও স্বচ্ছ তুমি সেই প্রিয়,
প্রতিটি নিঃশ্বাসের বর্তমান তৃপ্তি তুমি সেই প্রিয়,
আরো কারো মাঝে তুমি নেই শুধু আমাতে বিদ্যমান।
প্রতিদিনই একাকীত্বের ঘোর যন্ত্রনায় জ্বলতে থাকি,
যদিও এলোমেলো ভাবনা জুড়ে প্রতিটা মুহুর্ত তুমি,
তোমাকে ভুলে যাওয়া কোনকালেও সহজ নয়।
উৎস্বর্গ:-
অনি/ন্দি,তা/অ-নি, নিরব নিথর ঘুমন্ত শান্ত তোমাকে.....