তুমি মহান
এ আর আলম

আমি ধন্য, চির ধন্য
আমি গোলাম, অতি নগন্য-
আমি কাঙ্গাল, আমি তীর্থ
আমি মানব, শ্রেষ্ঠ-যথার্থ!
আমি উম্মত, তুমি মহান
তুমি দয়ালু, তুমি উদার-
আমি বিপদ, তুমি উদ্ধার,
আমি কান্না, তুমি জল
তুমি মহান, সৃষ্টির সকল।

তুমি নূর, নূরের জ্যোতি
তুমি অমর, তুমি খ্যাতি
তুমি শান্তি, তুমি প্রেরণা
তুমি ছাড়া জগৎ সৃষ্টি হতোনা!
তুমি দয়ালু, তুমি নেতা
তুমি বিশ্বের, শান্তি-দাতা!
তুমি শ্রেষ্ঠ, যত-নবীর উপরে
তুমি রাব্বানা, রবের অন্তরে!
তুমি কোরআন, তুমি আযান
তুমি দোযখের ভয়, বেহেস্তের গুনগান।

আমি মানব, আমি উম্মত
আমি ধন্য, চির ধন্য আমার জগৎ
আমি পাঁপী, আমি অন্যায়
আমি কান্না, আমি স্বাক্কার
আমি পুড়ছি, হয়ে ছারখার!
তুমি মহান, তুমি উদার
তুমি উম্মতি, তুমি উদ্ধার!
তুমি বাদশা, দু-জাহান
তুমি কাঁদছো, চেয়ে উম্মতের আসান।

ধন্য, চির ধন্য, এই ভূবন
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র,
প্রকৃতি আর সব সৃষ্টি
তোমারে করিয়াছে ভক্তি,
তুমি বিশ্বাস, মুসলিম উম্মতের
তুমি মহান, হাশর ময়দানের!
তুমি ধ্যান, তুমি চির-মহান!
তুমি দয়ালু, তুমি উদ্ধার-
তুমি দিয়েছো কথা, করিবে পার!
উম্মতি বিনে, যাবেনা স্বর্গে!
তরায়ে নিবে সেইদিন- যেই দিন হবে
রোজ হাশরের শ্রেষ্ঠ বিচার।
===================
১৩ই ডিসেম্বর, ২০১৩ইং