নীলে নীলে বিষধর নীল ঐ অম্বর
জলশূণ্য খরতাপ দেখো এই মরুচর
ব্যাকুলিত তপলে দূষিত রোদদুর
কোথাও জল নেই তৃষিত সমুদ্দুর।

হেয়ালি নিঃশ্বাষ বেসামাল হাসি
চারপাশ জ্বালাময় ক্লান্তিরা খুশি
বেধড়ক জড়াজড়ি হয় মেশামেশি
নীলেতে বের হয় কালো কঁফ কাঁশি।

জ্ঞ্যানেতে অজ্ঞান তর্কিত বিজ্ঞান
রসে কষে মান খুঁজে গর্তের নাদান
দানে শত কত করে প্রকৃতি দান
নিতে নিতে তিরষ্কার দিলো প্রতিদান।

আজ বাড়াবাড়ি বড়বেশী কাড়াকাড়ি
আড়ালে আবডালে কত'যে লুকোচুরি
সয়ে নিলো সয়ে গেলো বহুকাল ধরি
অজানে জানা সবই নাই ছাড়াছাড়ি।

বড়বেশী বড় ভাবে নিজেরী চেতনা
যতশত নোংরামি হয় যত রচনা
শয়ে গেলো অম্বরি ঘটে যাওয়া ঘটনা
ক্ষয়ে ক্ষয়ে শেষের পথে ঘোলাটে যামানা।