দুরন্ত জোয়ারে কম্পিত সারগাম
জোয়ানী আগমন ভরা বরষায়
উঠোনে দাড়িয়ে কলংক বাহক
আর কি শয়? বেঁধে রাখা দ্বায়।
এগালে ওগাল জড়ায়ে অবোধ
তটিনী উছলায় নিখুত জলস্রোত
মন্দ বাণী রচিলো আহা, সুখ সুখ
ছাড়িলো ঘর নিন্দিত হতে খুব।
নিরুদ্দেশ চেতনা জমিনে জড়ায়
দু দন্ড শান্তির আবেশে এ বরষায়
বাজিলো মোহন প্রেমও সুরে আহা
রাগিনি ছাড়িলো ঘর নির্লজ্ব পায়।
=====================
নিউমার্কেট, ঢাকা।
©লেখক