কহেন কবি কালীদাস
সত্য কহিব এক্ষনে
যদিও খাই আক্কেঅলা বাঁশ।
শত বছর পুর্বে দাড়িয়ে তখন
ভবিষ্যদ্বানি বলেছিলো এমন।
নান্দনিক এক যুগের হইবে আবির্ভাব
ওখানে থাকিবে না ভেদ জাত বিজাত।
শিক্ষা দীক্ষা পৌঁছে যাবি দিগন্তের দ্বারে
মানুষগুলান চলি যাবি গ্রহ-নক্ষত্র চরে।
নাম দিবে তার আধুনিক কাল উচ্চ ডিজিটাল
শু-শিক্ষা আর কু-শিক্ষাতে লাগিবে ভেজাল।
বাংলা যাবি রসাতলে ইংরেজ পাবি মান
কলির যুগে দাড়াই গাহি আধুনিকের গান।
ধর্ম-কর্ম জলাঞ্জলী যাবি নীতির খাতায়
মুখোশধারী ধর্মগুরুর দেখা মিলিবে সহসায়।
আধেক পোষাক পরিধানে নারী নামবে পথে
আধেক শরীর দেখিয়ে তখন জন্তু উঠবে রথে।
রহিবেনা বাপ-বেটিতে ইন্তা ভেদাভেদ
যৌন-চক্রে নটি-নটা লাগাইবে বিবেদ।
প্রেম পড়িবে পরকীয়া কলে সতীত্ব কারে বলে
মোল্লা-মুনশির বউরা যদি দিনে ছয়বার কাপড় খুলে।
ন্যাংটা সময় ওসময়রে নরকগতি পুল
প্রেম মানিবে যোনি গর্ত কদু গাছের ঝুল।
ঘরের জামাই বাহির হইলে সুযোগেটা মেলে
একে একে ছয় প্রেমিকে ছয়বার কাপড় খুলে।
দম্ভ হবে হিংসে রবে সুদ-ঘুষেরই কালে
দাফট ছলে ক্ষমতা বলে পাওয়ার নিজকুলে।
গুম হইবে-খুন হইবে ইবলিশেরই কাল
রাজপথেতে দেখিও তখন বালা মাইনসের আকাল।
চোট্টাগুলান চুট্টিগো পিছে ছুটছে রস লোভে
আউগান-ঝাউগান নাপাকি সেই ক্ষোভে।
একদিন শাষিত বৃষ্টি নামবে ঘনিয়ে অন্ধকার
সেইদিন বুঝি ধংসিবে দুনিয়া হয়ে ছারখার।
উদয় হইবে নরপিশাচ যারা মসজিদে দাড়ায়ে
দুনিয়াবি চিন্তায় মত্ত ব্যাবসায়িক ধান্দা লয়ে।
সমাজ যাবি শয়তানের দখলত বিচার হবি বিচা
আসামী ক্যামনে বিচারক অইবো কথা কি মিছা?।