চাইলেই তুমি সব দিয়েছি
বাদ রাখিনি একটু খানি
তবু তুমি ভিন্ন নায়ে
কি সুখেতে হলে যাত্রী?
তোমার বুঝি এমন আশা
চতুর পায়ে বেশ খোলাশা
অবাধে হবে সুখ তামাশা
আহারে কি সুখ পিয়াসা।
জ্বলন এতো বুকে লালন
হর-হামেশায় ব্যাথার দহন
নিত্য দিনই করছি যতন
সুখের ভেতর দুঃখ পোষন।
এখন আমি ইচ্ছে পুষি
কিছু ছলা শিখব তবু
তোমার মত করে যদি
একটু খানি পারি আমি।
আমারও খুব মায়া লাগে
ওমন ছলা পুঁড়াই রাগে
প্রেম যদি হয় আগুন ভবে
পুঁড়ব কেন একলা তবে?
জানী তবে চিনি পথ
দেখতে চাও করছি শপথ
এমন করে দেখাতে পারি
জনম ভরই পুঁড়বে নারী।
ভালো আছি ভালো থেকো
মাঝে মধ্যে চিঠি লিখো
না হলে খুব ভুলে যেও
মিছাতে আর না জড়াইও।
বুঝে নিও বোধ থাকিলে
পথের পথিক হাসি ভুলে
খুব হতাশায় যায় যমুনায়
মরবে ডুবে তোর ছলনায়।
-----------------------------------------
উৎস্বর্গঃ ফোক সিংগার বন্ধু আলকেসুর রহমান কে
-----------------------------------------