যেথায় যাই মানুষ পাই
হিরে মতি রুপো বাঁধাই
মানুষের তো অভাব নাই!
মানুষ আছে বিশ্বজুড়ে
সব মানুষেই কথা বলে
হরেক মানুষ চতুর্পাশে
আসোল মানুষের দেখা নাই।

বলছি কত মুখের জোরে
আমি মানুষ এই বাজারে
নেতা/পেতা সব ক্ষমতা
শীর্ষে আছি সবার উপরে!
মরছে যারা মরুক তারা
নিছক হবে ঘটনাটা-
এই সমাজে এই হবে
মানতে পারো মানা চাই।

মানী মানুষ দামি মানুষ
গরীব মিসকিন মানুষ না!
খাচ্ছি আরো খেয়ে যাবো
পারলে ভিটা ছাড়া করব-
কলিজাটা চুষে নেবো
রক্ত চুষার স্বভাব তাই।

বলতে পারি মুখের বুলি
মানবতায় হামাগুড়ি-
আসোল কাজে তুমি নাই!
মাগনা পেলে পুরু চাই-
কাজে কথায় মিল নাই
বিশ্বাসেতে হালাল চাই-
এমন মানুষ কোথায় পাই?

আছে আছে সোনার মানুষ
বাজারেতে খুইজা লও-
সত্যিকারের মানুষ ওরা
মানব দুঃখে দুঃখী যারা-
গোপনে সে কাঁদে ওরে-
লোক দেখানো স্বভাব নাই।

এমন সোনার মানুষ আছে
মানুষের এই বিগ বাজারে
আমরা কি তাঁদের চিনতে পাই?

সোনার মানুষ আছে তবে-
চেনার মত মজক চাই।