অনন্তকাল পুড়ব ভীষণ সুখে
আজন্মকাল একা বিচ্ছেদ নগরে
আমার আত্মাও পুড়বে তোর অনলে,
শুধু তুই-ই আছিস আমার গহীনে
অনেক যতনে, খুব, খুব নিরাপদে,
আগুনের আঁচ লাগতে দিইনা তোর গায়
এরকমই ভালোবাসি আমি আকাশি তোমায়।

যেভাবেই হোক সেই শুরুতেই আমি
আমার সমস্ত ভালোলাগাতে তোকে
এবং হৃদয়ের আঁচলে জড়িয়ে ফেলেছি
এখন তুমি তুমিতেই আমি সমাপ্ত খুঁজি।

আমাকে পোঁড়াও যতটা ইচ্ছে হবে
আমারও ইচ্ছে করে মাঝে মাঝে
তোমাকে জ্বালিয়ে দিই কিন্তু তুমি/আমি না
আর এভাবেই মায়ার নগরে আমি ফেসে আছি।