তোমার মাঝেই মৃত আমি
খুঁজেই পাইনি আর আমাকে
পৃথিবীর কিছুতেই মুগ্ধ হইনা
তোমার হাসিতে হেসে রই।

একান্ত স্বপ্নগুলো তোমার তরে
সেজে আছে অনন্ত হৃদয়ে
রোজকার সান্ত্বনা তুমি
নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার বসতি।

পরোয়া করিনা জগতের ইজ্জতকে
তুমিই আমার সম্মানি প্রেম
রটে যাক কলংক দুনিয়ায়
ভালোবাসি হলে হোক কলংক।

আর বিদায় জানাবো পৃথিবীকে
এবং তোমাকে সংগে নেবো
স্বর্গের অমৃত ফিরিয়ে দেব
নরকেও যাবোনা তোমাকে রেখে।

দলে দলে লোকেরা হাসবে
কেউ কেউ বুক চাপড়াবে
গর্বিত প্রেমের শিরোনামে তুমি
অনন্ত আশেক হবে হৃদয়ে হৃদয়ে।

বেঁচে রবো আজন্মকাল দুজনে
বিশ্বাস রেখো কেয়ামত পর্যন্ত
জগতের প্রেমেরা অনুসরণ করবে
আমার আকাশি’র নিখাদ প্রেমকে।

ভালোবাসা চিরকাল তুমি সত্য
অমর সুখের স্বর্গীয় সূধা
জনম জনমের পিঁপাসা তুমি
বিজয়ী প্রেমিকের অমৃত জয়ে।