দুঃখের ব্রত আমি জগতে
হয়েছি মানবের কত করুণা
রুপকথা! রুপকথা যেনো আমি
মানুষের গল্পে শকুন বনেছি স্বেচ্ছায়।
কি লীলা, এ বিশ্ব উঠোনে
বেহায়ার কব্জি উদারতা চায়
হায় অবজ্ঞা! জন্মান্তর অবহেলায়
হাসিলাম তবু ভাগ্যের ভব-লীলায়।
কি ব্যাবধান! সভ্য ভাবনায়
কেউ ভূগিলে কেউ খুঁজিলে
হায় ভগবান! তোমার বাস কোথায়?
যীশু ঘুমালো বুঝি বড় অট্টালিকায়!
বাহা সৃষ্টি! কি চমৎকার সৃজন
হাটে ঘাটে চলিছে বিচিত্র আয়োজন!
হায় জীবন! সৃষ্টির ভাগ্যে আবদ্ধ
কেউ খেলো কেউ রয় তখনো ক্ষুধার্ত।
আহা গল্প! বৃক্ষরাজির তলে রচিছে
আগন্তুক ঝাঁপায় সতীনার সতীত্বে
হায় সমাজ! তোমাদের ব্রুন জন্মিলো
'জারজ', স্বীকৃতি রুপকথাকেও হারালো।
====================
১৪ই জানুয়ারী, ২০১৮খ্রীঃ
আজিমপুর, ঢাকা।