যখন আমি তোমাকে ভাবছি
দীর্ঘ সময়ের ভাবনা তুমি শুধু
তোমার চোখ স্বপ্ন বিভোর ঘুমে
তখন আমি জেগে আছি, নির্ঘুম।
অযাচিত যন্ত্রনাগুলো রোজ আমাকে
তুমি অভাবে ভীষণ জ্বালাতে থাকে
আর আমি তুমির স্মৃতিগুলোতে ডুবে যাই
তুমি কি কখনো বুঝতে পারো, তোমাকে ভাবছি।
এবং মাঝে মাঝেই ভীষণ করে ডাকি
তোমার নাম ধরে, তোমার ভীষম ঠেকে কি?
মনে হয়েছিলো কি কখনো আমি ডাকছি তোমাকে?
তোমার আমার সাময়িক সুখাতুর সময় ভেবে।
ভীষণ পুড়ি তোমার বিরহে, নিয়মিত
আমি তো ভুলে যেতে পারিনা, সম্ভব না
তোমাকে ভুলে থাকার বৃথা চেষ্টায় ক্লান্ত এখন,
আচ্ছা, তোমার কি মনে পড়ে আজকাল আমাকে?
=========================
নিউ মার্কেট, ঢাকা।