অন্ধকার
আর আলম

যা হাস্যকর-
           তাই রোমাঞ্চকর
আমি জানী-
          তুমিও জেনে রেখো!
আজ অথবা-
          আগামীকাল!
দরজার ফাঁকফোঁকরে-
          উকি দিবে অবেলায়-
প্রতিটি মুহুর্ত!!
           কতটা অবহেলা
নিজেকে করেছিলে-
              হিংসা আরও লোভে
দৈনন্দিন নিজের ভুলে-
               কতোটা অন্ধকারে
রং তামাশায় মত্ত ছিলে-
              আয়েশী হাসিতে
দাত কেলিয়ে কেলিয়ে-
             সমালোচানারত নারীর
ফিগার মাপছো আঙ্গুলের ডগায়!!!
                       একদিন আসিবে
দিগন্তের সূর্য লাল করে-
                   ভাঙাতে ভুল
অনেক নিয়েছো-
            অনেক দিয়েছে!
এই প্রকৃতি তথা-
             পৃথিবী তোমাকে!
তুমি কি দিয়েছো-
             হে যুবক?
===================
সবুজ চত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।