অপরূপ রূপলা নৃলোক
সাঁজলো বদন আপন রূপে!
যাতনা এই সমুদ্দুরে জমা দিয়ে
এখন কয় দন্ড!
কিছুটা সুখময় থাকা-
নিজেরী সমনে বিদায়গ্রহণ
বিবৃতি আজ হরেক রকম!
তবু মোর যাতনা দুরিভূত-
অবলা চিন্তাদের মুক্তি মিলন
আজ সুখে নেচে ওঠে দেহ মন
আজ সুখে নেমে আসুক প্লাবন।
আজ বিদায়ে আগমিত দস্যু
বড্ড বেদন-চেতন কাঁটিলো ঘোর
আজ অহমিকা ভাঙ্গিছে, তাভিমানী-
চলনে কিঞ্চৎ জট লাগায়ে!
এ বিপদাত্মকের অপ্রত্যাশিত বিদায়ে!
আজ সুখে নেচে ওঠে দেহ মন
আজ সুখে নেমে আসুক প্লাবন।
কে জানে কোন হারামে, দস্যুদল
বারবার আগমিত, কম্পিত দেহকুল!
যা বিদায় চিরতরে, আর না ঘটুক পরিচয়
জাগতিক যাতনা, আর সহেনা, এ যে জ্বালাময়!
ঘুচে যাক সব কালো বাতাস, এবার সুখেতে
একটু আধটু রহিব একেলা নিজেরী ভালোতে!
আজ সুখে নেচে ওঠে দেহ মন
আজ সুখে নেমে আসুক প্লাবন।
=====================
মিরপুর-১, ঢাকা।