করো মনের ময়লা আজি দুর
তুচ্ছ চেতনায় আর থেকোনা বিভোর
হে মানব এসো ফিরে সত্যের পথে
আবার আসুক শান্তি মানুষের দ্বারে।
না অবচেতনে নয় নৈরাজ্য আর
জ্বালাও পোড়াও করো বন্ধ এবার
এসো গড়ি ঐক্য মজবুত মনোবল
দিন শেষে যদি একা তবে কেন কোলাহল?
এসো আজি গাহি তবে সাম্যের গান
হয়তো কাল রবেনা প্রিয় কোন প্রাণ
তব যাই ভুলে সমস্ত বিভেদ আজ
মানুষের জন্য মানুষ হতে ভুলে সব লাজ।
কি হবে কাল যদি নাইবা জানলে
আজ কেন আপনার ক্রোধে জ্বলিলে?
ভুলো বিভেদ দেখাও সংকেত বিজয়ের
আসুক শান্তি মিলুক মুুক্তি বিবেকের।
=========================
রচনাকাল
২৮ই অক্টোবর, ২০১৭ইং
কামরাঙ্গীরচর, ঢাকা।