ত্রাশ চলিছে চির অনন্ত যুগে
বর্হিবিশ্ব কেবলই রয় হুযোগে
তামাবিল সে সোনা রূপ পেলো
মার্কিন সার্কাস জগতের ভিন্ন।

চষে নিয়েছে জগত আপন কদমে
নত নয় শীর ওরা বস্ জনমে জনমে
বিলিয়ে ফের ভিখারীর করুনা আহার
কি হেতু লীলা জগত তাহারই দখলে।

রঙ্গীন সে এগিয়ে ধাঁপে ধাঁপে
ছুঁতে পারেনা তটিনীর কোন বীর
বুনো হাস গায় গীত বিজয়ের তরে
হুযোগে বর্হিবিশ্ব রাম রাম জপে।

বিস্তৃত অবনী হেসে রয় কি সুখে
তটিনী প্রান্তর ললাজ্য নিত্য ভোগে।
========================
রচনাকাল, ১৭ই নভেম্বর, ২০১৭ইং
কামরাঙ্গীরচর, ঢাকা।