অধ্যাবধি মানুষ আমি
করেছি কতই কর্ম
চলেছি যুগে বেহুশ ভোগে
করা হলোনা ধর্ম!
ধর্ম করছি লোক দেখানো
কর্ম করেছি মানুষ ভুলানো
সত্য কামে ক'জনই রহিলো মগ্ন?।
ভোগ করেছি নিজের মত
যা পেয়েছি গিলেছি
ভাগ করেছি হিসেব নিকেষ
ভুল পথেই থেকেছি!
সত্য আমি দুধের ধোঁয়া
কেবল বলতেই শুধু শিখেছি।
শিক্ষা লেভেল উন্নত তাই
শিক্ষনিয় কি শিখেছি?
সনদ পেয়ে ঘুষের টাকায়
চাকরি কিনে নিয়েছি!
দুর্নীতি তাই রোজ নামচায়
দেশটাকেই সনাক্ত করেছি।
নাম সুনামের চেয়ারে বসে
রাজ্য শাষন করেছি
মান কামানের জীবন কালে
নিজের হিসেবটাই করেছি!
পরের জন্য করতে হবে
কে-হে কবে ভেবেছি?।
মুখোশ মানুষ প্রকাশ্য খুব
টেবিল চাপড়ে বলেছি
দেশটাই আমার সত্য প্রেম
ভোগের স্বাদে জেনেছি!
আসোল মানুষ প্রেমিক মানুষ
শতেও একজন খুঁজেছি।
কলম মানুষ লিখছে আবার
মান মানুষের কাব্য
ব্যক্তি মানুষ কাব্য কাজে
রহেন ভীষণ অজ্ঞ!
কথায় শুধু বড়ই হলো
কাজে নয় কেন ভাবছি।
=====================
রচনাকাল, ২০ই নভেম্বর, ২০১৭ইং
কামরাঙ্গীরচর, ঢাকা।