এই খেলাঘর তপল মঞ্চে
অভিনীত প্রতিটি চরিত্র
নিজের মত আলোক ছড়ায়
দিনরাতের আলো আঁধারির শ্রোতে
সকলি করে চলেছে ব্যক্তি অভিনয়।

রুদ্ধদ্বার এ অভিনয় চলছে
অধিক জ্ঞানের দুরন্ত ভাটা
রসিক চাঁনেরা এখানেই ব্যাস্ত
নিজের নয় পরের গপ্পলপ্পে
কৌতুহলী জাগতিক দৃষ্টিগুলো।

অভিনীত মঞ্চে সকলি নিষ্পাপ
পাপী তবে ঐ প্রকৃতি চিরদিন
ধর্ষিত হয়েও যে প্রকৃতি কখনোই
বিশুদ্ধ ক্ষোভে নীল হয়ে উঠেনি
ধসে যায়নি জগতের বিকৃত হাসিগুলো।

ললাটের খোঁজ নিতে চাইলো কে?
যার অভিলাষী রুচি শোভনীয়
নিজের বুঝি পরের গুজি
চরিত্রে কারও দাগ পড়েনি
পৃথিবী কলংকমুক্ত সাদা মানুষ পেয়ে।

অবিরাম নিজেদের দীক্ষা নিবে
এমন সৈনিক স্থির নেই
অস্থির চিত্তে দণ্ডায়মান মঞ্চে
বক্তৃতার কণ্ঠগুলো নিয়মভিত্তিক
নিজের নয় পরের গানে মজে রয়।