উৎস্বর্গ: নূসরাত ও তনুকে
_____________
চরনে ধরি, মিনতি করি,
ওহে কবি-
তোমার কবিতার চরনে,
আমায় রাখো যদি!
বলছি তোমায়, ওগো কবি।
কবিতার চরনে, ঠাই পাই যদি
সমস্ত পৃথিবী করবে তঁপস্যা-
তোমার সে কবিতায়,
যদি আমায় করো, ছবি।
হতে পারি কালো, বিদঘুটে আমি,
রং নেই, সাজ নেই,
নেই বিরল ঐতিহাসিক, হাসি!
সাধারণ, অতি সাধারণ, জঘন্য ও বটে,
কুৎসিত গেঁয়ো রমনী।
তুমি লিখো কবি,
তোমার লিখনি-তে,
তোমার সমস্ত চেতনা জাগিয়ে-
জানিয়ে দাও বিশ্ব-বাসীকে,
"যে এসেছিলো সব পুন্য নিয়ে,
কে তাঁরে করিলায় নষ্ট,
জগৎ সাঁক্ষী রহিলো তব-
বিচার হবেই স্পষ্ট"।
কবি মিনতি করি, চরনে ধরি,
লিখ একটি কবিতা,
যে কবিতার চরনে এই রমনী,
রইবে নিরবে, অনন্তকাল ধরে,
হবেনা আর ধর্ষিতা।