তবলীলা, বড় লীলা, অন্তরে মোহো, স্বপ্নের স্রষ্টা তুমি...
বিশ্ব পাড়া চলছে নিয়মের নীতিতে, দেখছো নিভৃতে নিরালায়...
যাদুকরি স্রষ্টা, তব লীলা বিষম লীলা, লীলা তোমার নেশা..
... প্রলাপ করা ছেড়েছি, ঋষিযোগ, ধন্য স্রষ্টা, মানিতে মেনেছি সহনীয় যা আছে,
জানো তুমি, জানে তোমার মহৎ হৃদয়,
তবু-নিন্দনীয় আমি, জানাবোনা আর ফরিয়াদ..

ভ্রড়ক্রন্দন, সহেছি, সহেছি, সইব সর্বদা, কাঠিন্য..
বীরত্ব তোমাকেই মানায়..
তুমি সর্ব স্রষ্টা, ক্ষুধায় প্রাণ যায়, আছে পাতিল ভর্তি কোরমা পলাও..
চোখেরী সামনে, বিশ্ব ভেদের কাঠিন্য, তোমাতেই তুমি জানো, অন্তর্যামি..
আজি দ্বি-প্রহর অনাহারে, সামনে থাকা খাবারটাও জুটলনা...
পেটমহাশয় জানানদিছে, তার আহারের কথ্থ, মালিক অবচেতনে ভুলিরভগ্ন আজি শুধাই..

ক্রান্তিলগ্ন এই অসহায়ত্ব, আর কতকাল..??
কত্ত সিড়ি বেয়েছি উঠিব উপরে, তবুও সমতলে একলা ভুগি,
বিরম্বল, শক্তিহীন দিনে দিনে, মৃত্যুর হাতছানি,
কতকাল বিলাবো নিজেরে, ক্ষুধিত আমি, ক্ষুধার যন্রনায়, বড় জ্বালময়..

আভরন আহার আমার কোথাও কি নেই, পৃথিবী কত বড় !!
প্রভু, বলছিনা আহার দাও, বলছি-এই ক্ষুধিত পেটের ক্ষুধা খাই খাই, এ আতীব-যন্ত্রনা-
কঠিন হয়েছে আকুতি আমার, ভুলভাল নিরবসমতল..
পাইব বলিয়া, কি-ই-বা পেলাম, প্রশ্ন তোমাতে..
অভিযোগ করবনা, তবু অভিযোগ পুরোটা জুড়ে...
দয়াময়-শান্তিতে, ভোগানল ক্রষ্ট, জীবন চিত্তে ভাবি..
এতবড় জঙ্গলে, ফলায়নি-কি কোন ফল, যা খাইব, খাইতে পারি ।

বড্ড-যন্ত্রনা, তবু মনে বলে, মালিক আমি, সন্তোস!
করেছি সব্বলয়ের প্রার্থনা, সব নিয়মের আইন মেনেছি, করেছি আপোষ ।

৩০/০৭/২০১৩ইং।