দুখিত হৃদয় খন্ডিত স্বপনে
জ্বলনে পুড়ি লজ্জিত ঋনে
অনিয়ম ভর সমস্ত জীবনে
এমন অভাব কালের নিদানে!
মরন কারে কয় জানো ক'জনে?
বিকাও বীর যতোটা খুশ্মনে
ধাফাও বীর ক্ষমিত দম্ভনে
আজ যদিও সময় জোয়ানে
জয় রয়েছে হারামের অধীনে!
ইবলিশের অনুসারী এসব এ'ক্ষনে।
অন্য নিলাম ভোগের ক্ষুধনে
আরো পেলাম জীবন সমনে
ইচ্ছেরা আজ তৃপ্তির দহনে
পুড়তে চলেছে অবসর গ্রহনে!
মরনকে চিনিবায় বন্ধু, বেবাকজনে।
শেষতো নয় মরন মানে
পোষাক বদলে নতুন ভুবনে
শেষেই শুরু হিসেবী বাটনে
দম্ভযে তখন রচিবে আগুনে!
মরনেই নতুন শুরু ভিন্ন আয়োজনে।
===============
৩০/০৩/২০১৭ইং
বৃহস্পতিবার, সন্ধ্যা লগন, ঢাকা।