ওরা পারে    যারে তারে
যেমন ইচ্ছে   বাঁশ গুচ্ছে
দারুন পেতা  ওরা নেতা
সীতা বাজে    ঘুষ ওযে

দুর্ণীতি নয় টাকার মোহে।

ব্যাধি বেশ      সময় শেষ
তবু চাই          শেষ নাই
নিজের দলে   চাই সকলে
দখল গড়       বেজায় গড়বড়

সমাজপতিরা ধমক দ্রোহে।

বলা যায়না     সত্য কিছু
পয়সা হলে     নেতাও পিছু
মান লাগেনা    টাকা থাকেনা
এমন লোক     মরছে মরুক

সম্মানিরা টাকার ঘরে বন্দি বটে।
=====================
হাজীগঞ্জ, চাঁদপুর।