এই নিয়ম      শত জখম
শয়ে নাও       যত পাও
যেবায় দেয়     হয়তো শ্রেয়
অগ্নি গৃহে       মাটির দেহে
পুড়ে যায় কয়েক মুহুর্তে সমস্ত শক্তি।

আমি অন্যায়     ন্যাকের পাতায়
নামতো নেই    এইতো সেই
এখন জ্বলে      বেক সকলে
অপর গতে       বিধান মতে
তুমিই শ্রেষ্ঠ এর বিকল্প যে নেই।

ভাগ্য গলে     ফুসকা ফুলে
অগ্নি রাগি     আমরা ভাগি
ভাগের খনি    তোলা জানি
এখন যাহা     সামান্য ইহা
পরের ভাগ্য আরো করুণ বটে।

তুমি মহান     আশীষ দয়াবান
ক্ষমো ভূল      উসিলা রাসূল
এই নামেই     দয়া পেলেই
সকল ঝরা     মুক্তি মোরা
রক্ষে করো ওহে দয়াময়
দয়াতে তোমার।
========================
বার্ন ইউনিট
ঢাকা মেডিকেল, ঢাকা।
29/02/2017