সাদা কাপড়ে শরীর ঢাকা,
নাকে তুলো জাতীয় কিছু,
দেহখান নড়ে চড়েনা,
দৃষ্টিতে বাঁশের চাহনি।
ডানে বাঁয়ে কাঁচা দেয়াল,
ভেজা নরম জল বিছানা,
আলো নেই বাতাস নেই,
নিঃস্বব্দ বেদনা কাতর বাসস্থান।
ধেই ধেই ভয় মস্তিস্কে বাঁজে,
কম্পিত হৃদপিন্ডে আতংধ্বনি,
দৌড়ে বাঁচি শ্লোগানে সমস্ত জোয়ানি,
ব্যার্থতার চরে হাবুডুবু খায়।
এই এলো ভয়ানক অগ্নি,
এই এলো রাক্ষুসে অজগর,
হৃদপিন্ড কাপিয়ে আসে চিৎকার,
কবরের কল্পনা দিলো এই উপহার।