বহুদিন তোমাকে ভেবেছি
হয়তো ভেবে যাবো সারাটা জীবন।
যদি দেখা না হয় তবু.......
ঘিরে থাকব তোমায়, তুমি ভেবে নিও ।
যদি দেখা না হয়...
যদি কথা না হয় তবুও .......
আমার নির্ঘুম রাতের কাব্য
আর পড়ে থাকা ডায়েরীর পাতা জুড়ে,
শুধু তোমার শিরোনাম...
অজস্র বেদনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে...
প্রতিটি কথায়, খুজে পাবে তোমায়...
আমি ছিলাম তোমার, তুমি খুজে নিও ...।
এবং প্রশ্নগুলো কখনো যদি ...
তোমাকে ভাবিয়ে তোলে.
উত্তরের অপেক্ষায়.....
ছেড়া কাগজের বস্তা খুলে দিও...
পাতায় পাতায় তুমি, তোমার কবিতা
কতটা চেয়েছি তোমায়, তুমি বুঝে নিও ।
কাব্যগ্রন্থ, আকাশি