জেগে উঠো হে বাংলার যত বীর
আজ প্রতিরোধ গড়ার এসেছে দিন
যারা অন্যায়ে মিশে গায় দুর্গীত
এবার হবেই নিধন ওরা ঠিক ঠিক।

কেঁপে উঠেছে কলম কালি ছন্দ
নিপাত যাক কালো শক্তির যত গন্ধ
জবাব দাও আজ এসেছে সু-সময়
না, কোন অপশক্তিকে নম নম নয়।

অন্যায়ের মগডালে বসে কাঁপেনা ভীত
তুলো হুঙ্কার গাইয়ে এবার রণ সংগীত
মরতে শিখেছি তবু হারতে করিনি ভয়
উবে দাও যত জঞ্জাল মুক্তির বিকল্প নয়।

ধরো হাল তোল পাল ভাঙ্গো ডাল
নরপশুর চামড়া বাঁকিয়ে আনো ছাল
পুঁড়িয়ে দাও নষ্ট বাণিজ্যের যত দ্বার
আমরা অগ্নি আমরা উল্কা গর্জিবো আবার।

=======================
রচনাকাল
২৭ই অক্টোবর, ২০১৭ইং