তুমি হাটতি ধরে পাশাপাশি
কিছুটা সময় হাটতে চেয়েছো
সামান্য এইটুকু ইচ্ছে তোমার
যার আগুনে পুঁড়ছে তোমার অন্তর!
পুঁড়ে পুঁড়ে তুমি হও সিক্ত
অঝোর বরিষণ বয় নয়নে তোমার।
ভালোবাসা তোমার হৃদয় নাড়ায়
পলকে পলকে প্রেমকে খুঁজো
অভিমানী মন সে ব্যাথিত হয়
তোমার ভালোবাসা বড় নির্দয়!
খুঁজেনা তোমাকে বুঝেনা তোমাকে
দিন-রাত তোমার এ হতাশাময়।
তুমি বড্ড মায়া কাতর
তোমার হৃদয়ে বয় বেদনার কম্পন
নিজেকেই উৎস্বর্গ করে দিয়েছো
এখন তাই নিজেকে খুঁজোনা!
প্রেমকে খুঁজো প্রেমকে বুঝো
শত অবহেলা তোমার সুখ।
না কোন বারণ বে-মানান
তুমি মানছোনা কোন নিয়ম
নির্মম ভাবে হেরে গেছো
তবু এ যেনো তোমার সাধনা!
সয়ে যাবে তবু ভালোবেসে
এমনও শপথ তুমি করেছো ভবে।
ভালোবাসা পবিত্র তুমি চিরকাল
চির অমর চির অক্ষয় চির-বেদনা
প্রেমিক আর প্রেমিকার হৃদয়ে
যে ভালোবাসে যারা ভালোবাসে!
জাত যায় মান যায় তবু না ভোলে
ভালোবাসা মজবুত প্রেমিকার হৃদয়ে।
========================
উৎস্বর্গঃ পর হয়ে যাওয়া দুরের মানুষটাকে
========================
নিউ মার্কেট, ঢাকা।
১৩ আগষ্ট, ২০১৮ খ্রীঃ
মধ্যরাত।