এবং লিখে দিয়েছি মৃত্যুর গায়
শুধুই মরিচিকা তুমি চিরদিন
আমিও পৌঁছে গেছি সে ঠিকানায়
সমুদ্রের ঠিক গভীরের শেষ প্রান্তে।
প্রেম পোঁড়ার গন্ধ আজ মৃত্যুর গায়
কোনকালের কোন এক বিরহী প্রেমিক
লিখে দিয়েছে রোদের গায় সব মিথ্যা
অতৃপ্ত প্রেমগুলো পৌঁছে গেছে নরকের গর্তে।
আর আমি অগ্নিগৃহে হৃদয় পুঁড়াই
ফুটন্ত জলে সেদ্ধ হয়না বিরহ এখন
কেবলি রাত খুঁজে আমার চোখ দুটি
লোকেরা বলে সে মাতাল নেশা খোর।
আমি আঁশটের মত এটে গেছি তোমার হৃদয়ে
শুধু তোমারই প্রয়োজন এটা বিশ্বাস করো
আর তোমাকে পেতে আমি মাটি খুঁড়ছি
মাটির ঘরটাকে বড্ড ভালোবাসি আজকাল।
চোখ খোল দেখো চেয়ে কিভাবে যেনো
তোমার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমিও
একটু অপেক্ষা করো হৃদয়টা মৃত হলেই
আমিও হব চিরতরে তোমার শয্যা সঙ্গী।