আমি ছাঁই পড়া ময়লা
নিরবে জ্বলতে থাকা কয়লা
অবেলায় বেজে ওঠা বীণ
নিন্দুকের কালিতে ঝরি প্রতিদিন।

আমি গন্য অতি নগন্য
আমি ধন্য প্রেমের বন্য
আমি শীর্ণ তপলায় পুণ্য
আমি ধন্য জনমের জন্য।

আমি বে-হিসেব রোগ
দুঃখের সাথেই সহযোগ
সুখের রাজ্য তবু ভোগ
প্রশ্নবিদ্ধ বয়স করেছি বিয়োগ।

আমি জঘন্য তোমার জন্য
আমি অপুণ্য প্রেমের শূণ্য
আমি অহিংসা দম্ভ মণ্য
আমি অগ্নি পুঁড়ি আজন্ম।

আমি অন্ধকার আলোর অন্য
দিবস জুড়ে রক্তাই হৃদপিন্ড
মানুষের শ্রেষ্ঠত্বে নামাই ভিন্ন
জগতের বুকে আমি অভিন্ন।
=================
রচনাকাল
১৬ই অক্টোবর, ২০১৭ইং