যে তারাটি খসে গেছে চিরতরে
পথিক করছে আপনার সন্ধ্যান
ঘোলাটে চতুর্পাশ খেঁপাটে কম্পন
নিথর হয়ে আছে সমস্ত ইন্দ্রিয়।

হিমালয়ের বক্ষ ছিদ্র হলে
কি এক বিরহে আজন্ম কাঁন্না
পথিক কান পাতে বিবাগীস্রোতে
ভায়োলিনের সুর নির্মম বিরহে।

অম্বরীতলে কত কুহুতান দাঁড়ায়ে
ডাকছে আগামীর বেবাগী মিলনে
জোয়ারে দিশা খুঁজে গঙ্গা ললনা
পথিক নির্বাক টানছে না সেথায়।

নিস্তেজ ঘরণী ঘুমায়ে আরামে
পথিক জাগ্রত ঘুমাবার আশে।
=====================
উৎস্বর্গঃ অনিন্দিতাকে
=====================
১১/০৮/২০১৭ইং
নিউ মার্কেট, ঢাকা।