তুমি পারবে জোর কথাতে
সরল বৃদ্ধের মুখ থামাতে
তোমার মত শক্তি যত
জীবন সাঁকো পার হয়েছে
তুমি কি এই বয়সে যাবেনা?
মোর অধিকার হরণ হবার
কি কারণ হইলো কখন?
কে কাড়িলো কি সম্ভবে
মন বিবেকে প্রশ্ন জাগায়
আমি তবে কোন দেশের নাগরিক?
সমাজ প্রধান যখন জানান
দুঃখে সুখে তোদের সাথে
থাকব তবে জিতলে ভোটে
তোমরা সবে আমার জোটে
সমাজপতি এখন ভিন্ন রূপে, অচেনা।
জন্ম যেথায় কলহ ভাড়ায়
কথা বলব সুযোগ পাবো
কালের পতি রাগের গতি
মুখে মুখে বিরোধ নীতি
কি ক্ষতি করেছিলে কার, হে বৃদ্ধ?
সহজ বোকা সত্য দিলে
মগ মুল্লুকে চিন সবাইকে
কে ছিনিলো সমাজ ধসিলো
ধোঁয়া উড়ে শ্মশান জুড়ে
মনুষ্যত্ব পোঁড়ার তাঁজা গন্ধ নিঃশ্বাসে নিঃশ্বাসে।
তুমি যদি সত্য বিলাও
মানুষ গুনে মানুষ চেনাও
কার অধীনে এথায় কেনে?
কি কর্মে ভূবে জন্মে
এখন কোন কর্মে মগ্ন রয়েছো, এটা কর্ম?
সঠিক ভেবে চলো তবে
ক'জন জানে ক'দিন রবে
কেমন বীরে চরণ চরে
কত নিলে ছল-কৌশলে
দিন শেষে নিজ দোষগুনের অংকটা করেছো কি?
====================
ধড্ডা, হাজীগঞ্জ, চাঁদপর।