আস্ত একটা রাত
শব্দের হলিখেলায়
পুলকিত হতে হতে
নিঃশ্বেষ হয়ে গেলো।
একটি কবিতা হলোনা
একটি কবিতা এলোনা
শত শত শব্দ ছিলো, তবু
একটি কবিতা হলোনা।
অজস্র শব্দ দিয়ে
বিশাল সব হিস্ট্রি হয়
ইতিহাস লিখে শেষে
মনে হলো, এটা কবিতা নয়।
অতঃপর সমস্ত শব্দ সহ
সে কবিতা ছিড়ে ফেলেছি
যার পরতে পরতে লিখেছিলাম-
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
=========================
(উৎস্বর্গ, মেঘ বালিকাকে)