কোন একটা শুক্রবার আসুক
আমাকে ভালোবাসতে,
আমি পালকি চড়বো মহা-সুখে
না, কোন বিষাদ রইবে না অন্তরে
ভালোবাসাকে পেতে আমি উন্মুখ।
আমি দীর্ঘকাল অপেক্ষায় আছি
একটা শুক্রবারের প্রেমিক হবো বলে,
জাগতিক মায়া আমাকে ছোঁয় না,
আমার ঈদ হবে শুক্রবার এই আনন্দে-
প্রতিদিন অপেক্ষা করি প্রেমিকার জন্য।
আমি জানী কবে হয়তো সানাই বাজবে
পালকি নিয়ে কারো আগমন হবে,
আমার বিয়ে হবে, ঢাক-ঢোল পিটিয়ে
আর সে দিনটার জন্য আমি প্রস্তুত,
ছড়িয়ে থাকা কাগজপত্র নিয়ে-
রবেনা আমার ব্যাস্ততা!
আমি মহানন্দে বিয়ের পিঁড়িতে বসবো,
শুধু দিনটা যেনো শুক্রবারই হয়,
আমার আর কিছু চাইনা, ঐ ধরা পতির কাছে।