ধন্য আমি চির ধন্য
আমিকেই করেছো নগন্য
আবার দেখিয়েছো আশা
কভু দিয়েছো স্বাদ বিজয়ে ভিন্ন।

ধন্য আমি চির ধন্য
আমিকেই করেছো অভিন্ন
যবে নিন্দুকে নিয়েছে পিছু
আমায় ভাসালে এসবের জন্য।

ধন্য আমি চির ধন্য
আমিই সফল দেখেছি স্বর্গ
ভবে মানুষ ভজন জানিয়া
জেনেছি কারা রহেন হীনমন্য।

ধন্য আমি চির ধন্য
আমিই রয়েছি শ্রেষ্ঠ আজন্ম
তবে হীতাকাংখী তোমার দরদে
জগৎ চুষেছি হয়ে হন্য।

ধন্য আমি চির ধন্য
আমিই পেয়েছি সব শূণ্য
উবে যায় যখন হতাশাগুলো
আবার আসে জীবনে সকল পূণ্য।

ধন্য আমি চির ধন্য
আমিই গেয়েছি রনে বন্য
শুবে দেখিয়েছো চক্রপট
তোমার গুনে আমি নূণ্য।

ধন্য আমি চির ধন্য
আমিই তোমার করুনা মন্য
ভবে পিয়েছি তোমার ভোগ
বাঁচায়ে রেখেছো মরিবার জন্য।

ধন্য আমি চির ধন্য
আমিই নূরের স্নেহধন্য
তবে চরন মিলায়ে দিও
শান্তির মরনে সাক্ষাত সৌজন্য।

======================
রচনাকাল
২০ই অক্টোবর, ২০১৭ইং
কামরাঙ্গীরচর, ঢাকা।