আজ এসেছে সময় দুয়ারে
শব্দরা নেচেছে ছন্দ পোঁয়ারে
হবে এমন চাইবে যেমন
আজ খেলিবো পাশা ভীষণ।
ভয় কিরে হে খুব ভয়াতুর
ভয়ের দরোজায় পদচিহ্ন মোর
যমদুৎ সেও ঘামতে থাকে
আমাতে নাই মিথ্যে লুকিয়ে।
যদি থাকে হিম্মত তবে
দেখা মজলুম সত্য করে
কি হেতু কার কোন বিবাদে
কবে মোরে কে দেখিছে?
ঘষরে বিবেক ঘষরে কানা
মিছা মোহে আর ভুলিসনা
বড়’র উপর বড় আছে
শব্দ যুদ্ধের এই ময়দানে।
চালাও তবে বুলেট শব্দ
বক্ষে যেন যায় গেথে
সহজ শব্দে জ্বলে গেলে
কঠিন সইবে কেমন তালে?