আর ভুলে গেছো সমস্ত স্মৃতি
ভুল করেও এখন আর ভুল করোনা,
তোমার জগতের কোথাও আমি নেই,
এবং বিলিন হয়ে গেছি চিরতরে।
তোমার নিঃশ্বাসেরা মিথ্যে ছিলো তাই
সেইসব কথাগুলো সত্য হলো না,
আমিও বিশ্বাস করেছিলাম মিথ্যাকে,
সত্য'তো এটাই তোমার কোথাও আমি ছিলাম না।
তুমি বলেছিলে আলাদা হবো না!
যদি হাজার ভুলের জন্ম হয় তবু
তোমাকেই ভালোবাসি বিশ্বাস রেখো,
আমার সব বিশ্বাস আজও তোমাকে ঘীরে।
তুমি ছিলে সে'সময় সুখী হতাম,
এরপর নিঃশ্বাস থমকে গেছে,
জমে উঠেছে ভারী পাথর শুধু,
আর বুকের মধ্যিখানে স্বস্তি মিলেনা।
মৃত্যু খুব কাছে; রোজ দেখা হয়,
আমি তোমার মতই ভালোবাসি মৃত্যুকে,
তোমার দুরত্ব ঘুচাতে পারে যা,
এমন মুক্তি মিলুক যে কোন উপায়ে।