ভুলেদের সাথে হয়েছিলো সন্ধি
ভুলের কারাগারে তাই আজও বন্দি
জামিন মিলেনা সখ্যতা ভীষণ
ভুলেদের সাথেই আমার যত বন্ধণ !
হে মহান আমায় দয়া করো আজ দান
আমায় ক্ষমা করো হে মহানু মহান।
ভুলতটে সেই কবে হয়েছি বিলীন
ভুলের রাজ্যে আজও বড়বেশী ঋণ
দেনা পরিশোধন হলোনা তাই
অজান্তে ভুলনদে ডুবে ডুবে যাই!
হে বন্ধু আমায় দয়া দিও কিছু দান
করজোড়ে এ অনুনয় রাখিও মহান।
পলাতক আসামীপদ ভয়ে ভয়ে চলি
মাড়াবো না ভুল করেও ভুলেদের গলি
ভুল যেনো আমারি আমিতে মিশে
বিষাদে বিজ্বরে সব ইজ্জত চুষে!
আমার যে সব কূল আজ ধূলিয়ান
ভুলের কলংকে ডুবে গেছে মান।
================
মিরপুর-১, ঢাকা।