হাজার কোটি টাকা কিংবা
সোনা জহরতে মাখানো পালংক
অথবা তাজমহলের বিনিময়
ভালোবাসা প্রত্যাশা করা যেনো
কাক হয়ে কোকিল স্বভাব মাত্র।

কোন শর্ত ভালোবাসায় বে-মানান
কেবল, ভালোবাসা নিঃশ্বার্থ
ভালোবাসাতে শর্ত জুড়ে দেয়া
অনেকটা মইয়ের সাথে গরু বাঁধার মত
এমন ভালোবাসা কেবলি বিবর্ন।

ভালোবাসা দুটি মনের অনুসূচনা
ভালোবাসা পৈত্রিক সম্পদ নয়
তাই ভালোবাসাকে পৈত্রিক ভিটেবাড়ীতে
কখনোই আবদ্ধ করো না
ভালোবাসা তোমার না হলে ওটা মরিচিকা।

ভুলে যাও সে ভালোবাসা চিরতরে
যে ভালোবাসা তোমাকে শর্ত দিবে
ভালোবাসি এটাই তো শর্ত
এর বিকল্প যা আছে তা কেবলি বিশ্বাস
কোন দেনমোহর কিংবা প্রাচুর্য নয়।

অতএব, ভালোবাসো ভালোবাসাকে
যদি মিলে যায় প্রাণের বান্ধব
মরিচিকা ভালোবাসা হতেই পারেনা
ভুলেই যাও সে ভালোবাসা একদম
ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে।