যখন রাত নেমে আসে শহরের কোলাহল গুছিয়ে,
ক্লান্তির অবসাদে ঘুম আসেনা, আসে নীল বেদনা,
গায়ে জড়ানো কাঁথার ভাঁজে এটে যায় দুঃস্বপ্নগুলো;
বালিশের ভেতর থেকে বেরিয়ে আসে হৃদয় পঁচা গন্ধ!
রাতের দ্বি-প্রহরে নিকোটিন জ্বলছে আঙ্গুলের ডগায়,
বেলকনিতে দাড়িয়ে ধোঁয়া উড়াই কলিজা জ্বালিয়ে।
বহু বছরের পুরুনো প্রথম প্রনয় সে দীর্ঘ অতীত,
যে প্রেম হাসতে হাসতে জ্বালিয়ে দিয়েছিলো হৃদয়;
এখন আর ভাবতে ইচ্ছে করেনা মরিচিকা ভাবনাকে,
বেপরোয়া সমস্ত আবেগ ভস্ম হয়ে গেছে চিতার অনলে,
অমৃত সাধন হয়না আর ডুবে আছি বিষাদের গর্ভে-
বন্ধ করে দিয়েছি সম্ভাব্য সাফল্যের সকল দুয়ার।
অভ্যক্ত জীবন জুড়ে দেখতে পাই কেবলই অবহেলা!
শুধু রয়ে গেছ আঁঠালো অভ্যাসগুলো অভিমানী হৃদয়ে
এখনও কেটে যায় কত রাত জেগে থাকা দিনের মতই!
খুব ইচ্ছে করে অন্তত একবার ভিজে উঠুক চোখ দুটো;
আশ্চর্য! একবিন্দু জল নেই পোঁড়া চোখের সমুদ্রে;
জং ধরা নিঃশ্বাসগুলো আজ বড্ড ওজন লাগে।
কাঁদতে দেখিনা এখন আর কোন বিরহী শব্দদের!
অভিমানী কলম আর করেনা প্রেমের বিরোধীতা
মাঝে সাঝে রাতের বিছানায় লুটিয়ে পড়ে দীর্ঘশ্বাস;
মিথ্যের ভরষা ভুলে নষ্টের আগুনে পুঁড়ে বিশ্বাসী প্রেম;
নিকোটিনের ধোঁয়া শূণ্যে উড়িয়ে মৃত্যুর গায় লিখে চলি-
ভালো থাকুক প্রেম, ভালো থাকুক সে ভালোবাসা।
=========================
৭ই নভেম্বর, ২০১৭ইং
ঢাকা।