জীবনের মানে খুঁজতে গিয়ে
বারংবার হোচট খেয়ে ফিরেছি
কি এক আশা লয়ে চিরদিন
ঘোর অন্ধকারে হাতড়ে খুঁজেছি
এক টুকরো আলো, একটু বাঁচার চাহিদা।

অসামান্য যন্ত্রনার নিদনে কত
বুক চাপড়ে কেঁদেছি নিরবে
অগ্নিগিরি বয়ে চলি বুকে রোজ
আগুনে পুড়েছে পবিত্র বিশ্বাসেরা, তবু-
এক টুকরো আলোর সন্ধ্যান করেছি
সহস্র অন্ধকারে, একটু বাঁচার তাগিদে।

খুঁড়ে খুঁড়ে পথ চলা তবু থামেনি
এক অযাচিত হতাশার গহীনে ডুবে
কতশত চিৎকার করেছি রাতের পা জড়িয়ে
আশপাশের শুনশান নিরবতা জানান দিত
কেহ নেই কেহই ছিলোনা কোনদিন থাকবেওনা।

বেঁচে থাকা বুঝি হলোনা এমন হতাশালয়ে
কতবার না ভেবেই দাড়িয়েছি মৃত্যুর মুখোমুখি
সহস্র হতাশারা ও সময় ডেকে বলতো, ওরে
মৃত্যুর কাঙ্গাল, একদিন মৃত্যু তোকে বরণ করবে!
তারপর লজ্জিত আমি মৃত্যুর দুয়ারে দাড়িয়ে, খুঁজেছি-
একমুঠো প্রেম, এক চিলতে হাসি বাঁচার স্বান্ত্বনা।

বহুবার হেরেছি সময়ের কাছে তবু
আরো হারতে চাই প্রত্যয়ে, আজ দুরন্ত গতিতে-
কষ্টকে করি আলিঙ্গন, সময়ে অসময়ে-
এখনকার সমস্ত সিদ্ধান্তই হেরে যাবে চেতনায়
আমাকে করে তোলে আরো দুর্বার, উদ্যমী-
অনন্তকাল বেঁচে থাকার কৌশলী তাগিদে।
=======================
নিউমার্কেট, ঢাকা।
১৫/০৭/২০১৭ইং