আজিকে আমি মেলিব ডানা
মহা-বিশ্বের আকাশজুড়ে,
আজিকে খুশি বাঁধ মানেনা,
উড়ব তেপান্তরে!
আজিকে আমি উড়তে চলেছি
রুখবে আমায় কে?
আজিকে আমি মিশে যাবো
লাল সবুজের বুকে।
কে আটকাবে আজিকে আমায়,
কে ঠেকাবে আজ?
আজিকে আজ ভূলে গেলাম
লাজাঞ্জলী'র লাজ!
আজিকে আমি মেলে দিলাম
গুপ্ত পঙ্খীর ডানা,
স্বর্গ থেকে নরক অবধি
যেতে যে নেই মানা।
আজিকে আসর জমবে বিশেষ
চন্দ্র সূর্যের ঘরে,
আজিকে খেলা হবে দারুন,
নক্ষত্রের দ্বীপজুড়ে!
আজিকে কাঁপবে বিশ্বালয়ে
বাতাসভূমি বেশ,
নতুন করে জানুক বিশ্ব,
আমি বাংলাদেশ।