নিরাপত্তার চাঁদরে মুড়া শহর
অলিতে গলিতে তবু আতংক
পায়ে পায়ে ভীতিকর কাঁপুনি
ঝিমুচ্ছে সকলেই আপন নিবাসে।
অন্যান্য দিনের তুলনায় আজ
দিনটা সম্পূর্ণই আলাদা মনে হচ্ছে
শহরে কোথাও জ্যাম নেই...
টহলে বসে আছে নির্ঘুম প্রসাশন।
মুখে মুখে সচেতন আহ্বান
সাবধানে রয়েছে পুরু শহরবাসী
টিভির পর্দায় দর্শক মুখিয়ে আছে
শিরোনাম কি হতে পারে, জানতে।
আমি এসবের থেকে আলাদা
না কোন কৌতুহল নেই
এবং আমার নেই কোন আতংক
আমি স্বাধীন মনে রাজপথে নেমে পড়েছি।
গণতন্ত্র তথা স্বাধীন দেশ
এই দেশে নিরাপত্তা আছে
কিন্তু জন সাধারণ অ-নিরাপদ
আমিও নিরাপদ নই, তবু আমি রাস্তায়।
আমি মৃত্যু ভয়ে বসে থাকতে পারিনা
আমার যে বড্ড তাড়া আছে
লোকালয়ের শূণ্যতা পকেটে নিয়ে
বড় আশা নিয়ে পথে নেমেছি।
আমি কারো খোঁজ করছি
এখানে ওখানে সবখানে খুঁজছি
আজ শহরটা ফাঁকা আছে বলেই
শহরটা সম্ভববত শেষ করতে পারবো।
খুঁজছি আকাশিকে.....
যার সংবাদ কোন টিভিতে নেই
কোন খবরের শিরোনামে বলবে না
আমার আকাশি বহুদিন নিখোঁজ।