তুমি বৈপ্লব তুমি সমাজ তুমি নেতা,
তুমি বিপ্লব তুমি হাসি তুমি মানবতা!
তুমি সৈনিক তুমি বীর তুমি যোদ্ধা,
তুমি শ্রেষ্ঠ তুমি অমর তুমি স্বাধীনতা।

তুমি আগুন তুমি ছাই তুমি অস্ত্র
তুমি বিশ্বাস তুমি দরদ তুমি ভন্ড!
তুমি প্রতিনিধি তুমি কর্ম তুমি অর্জন
তুমি পরিচয় তুমি চরিত্র তুমি যেমন।

তুমি অহংকার তুমি নীতি তুমি ক্ষমতা
তুমি ধন্য তুমি জনগন তুমি চেষ্টা!
তুমি গর্ব তুমি সম্মানী তুমি জনবল,
তুমি স্বপ্ন তুমি আশা তুমি যুগল।

তুমি জ্ঞ্যান তুমি কলম তুমি শিক্ষা,
তুমি জ্ঞ্যানী তুমি শাষন তুমি দীক্ষা!
তুমি জাতি তুমি উদার তুমি কর্তব্য
তুমি দায় তুমি দৃষ্টিবন্ধি তুমি দায়িত্ব।

তুমি প্রেম তুমি শর্ত তুমি প্রতিজ্ঞা,
তুমি কথা তুমি অটুট তুমি অভাগা!
তুমি সফল তুমি চাওয়া তুমি ক্ষয়,
তুমি সত্য তুমি বিদ্রোহী তুমি জয়।
======================
হাজীগঞ্জ, চাঁদপুর।