ভাই ফুল নিবেন?
না, যাও!
একটা ফুল নেন,
আমি তো খাইনাই!
এই বেলা এলো গেলো
সারাডাদিন খাই নাই।

ভাই আপারে একটা ফুল দেন
আপা নেন একটা ফুল,
না, লাগবে না!
অহনতরী না খাইয়া আছি।

আপা একটা ফুল নেন
না, যাও!
ও আল্লাহ্ আর কত?
সহ্য অয়না।

ভাই একটা ফুল নেন
কত?
এক চিলতে হাসি!
দশ টেয়া,
দাও।

এইতো রিযিক আহা
এইতো বেঁচে থাকা
কি লিলাময়!
আহা, কি বিভিষিকাময়।

আহা জীবনগুলো
কি বিচিত্র আহা
দয়াময় খাওয়ালো
আহারে কৃপা।